Newsun24

Most Popular Newsportal

জাতীয়

ডিএনএ টেষ্টের স্যাম্পল দিকে কোলকাতায় যাচ্ছেন আনারকন্যা ডরিন

নিজস্ব প্রতিবেদক:

ভারতের ভিসা পেয়েছেন ঝিনাইহদ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার এর কন্যা মুমতারিন ফেরদৌস ডরিন।

কোলকাতার নিউটাউনের সঞ্জিবা গার্ডেনের সেপটিক ট্যাংক থেকে আনারের দেহাংশ উদ্ধারের ঘটনায় ডিএনএ টেষ্ট এর স্যাম্পল দিকে কোলকাতায় যাবেন তিনি।

মঙ্গলবার (৪জুন) বিষয়টি নিশ্চিত করেছেন এমপি আনারের এপিএস আব্দুর রউফ। প্রবন্ধ স্পনসর করা আমাদের রঙিন, উজ্জ্বল এবং আড়ম্বরপূর্ণ মোজার সংগ্রহে প্রত্যেকের জন্য কিছু খুঁজুন। আপনার sock ড্রয়ারে রঙ যোগ করতে পৃথকভাবে বা বান্ডিলে কিনুন!

আব্দুর রউফ আরও বলেন, এমপি সাহেবের মেয়ে ও আমি একসাথে ভিসা পেয়েছি। ডিবির তদন্তকারী দল নেপাল থেকে ফিরলে তাদের সাথে কথা বলে আমরা কোলকাতায় যাবো।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!