রাজবাড়ীর কালুখালীতে বিশ্ব মা দিবস ২০২৪ উদযাপনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষ্যে রবিবার (১২ মে) সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্তর থেকে বিশাল একটি র্যালী বের করা হয়।
র্যালীটি আশপাশ রাস্তা প্রদক্ষিণ করে একই যায়গায় এসে সমাপ্ত হয়। পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় উপজেলা মহিলা বিষয়খ কর্মকর্তা তুহিনা সুলতানার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা পূর্ণিমা হালদার, তিনি বলেন মায়ের কোন তুলনা হয় না যার মা দুনিয়াতে বেচে আছে তিনিই ধনী সে গরীব নয় কারন মায়ের পদতলে সন্তানের বেহেশত।
অন্যান্যের মধ্যে উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আব্দুল জব্বার, এসআই সুবোধ চন্দ্র বর্মন ও আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ মুনির হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।