নিজস্ব প্রতিবেদক:
রাজবাড়ী জেলাধীন কালুখালীতে ভরদুপুরে চুরি করতে গিয়ে জনতার হাতে চোর আটক হয়েছে।
শনিবার (৩ ফেব্রæয়ারী) দুপুর ১ টার দিকে কালুখালী বাজারের ব্যবসায়ী নির্মল সাহার গুদাম ঘরের পেছনের দরজা দিয়ে ঢুকে ক্যাশবাক্স ভেঙ্গে টাকা চুরির সময় তিনি ঘরে ঢুকে দেখে ফেললে সে দৌড় মেরে পালাবার চেষ্টা করে। সেসময় চোর চোর বলে চিৎকার দিলে আশপাশের ব্যবসায়ীবৃন্দরা এসে হাতেনাতে ধরে ফেলে।
জানাগেছে আটককৃত চোর কুষ্টিয়া জেলার সদর থানার চরমিরপাড়া গ্রামের আঃ হক এর পুত্র ইব্রাহিম হক।
সংবাদ পেয়ে কালুখালী থানার এসআই মোঃ শহিদুল্লাহ ঘটনাস্থলে এসে চোরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় নিয়ে যায়।