কালুখালী প্রতিনিধিঃ
রাজবাড়ী জেলাধীন কালুখালীতে প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর আওতায় পিজি ও নন-পিজি সদস্যদের ২দিন ব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার ২৬ ডিসেম্বর উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল কালুখালী এর আয়োজনে প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর অর্থায়নে হাসপাতাল হলরুমে খামারীদের জন্য ব্যবসা পরিকল্পনা প্রণয়ন বিষয়ক প্রশিক্ষন উদ্বোধন করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ সাইফ উদ্দিন আহমেদ। এসময় অনুষ্ঠানে প্রাণীসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ মোঃ মমতাজুল হক, কালুখালী প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক সহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনকালে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ সাইফ উদ্দিন আহমেদ বিজ্ঞানসম্মত ভাবে খামারীদের গাভী পালন করার সুপরামর্শ প্রদান করেন। যাতে করে খামারীরা লাভবান হতে পারেন। বিশেষ করে প্রত্যেক খামারীদের খামারের পশু পরিচর্যা থেকে শুরু করে সর্ব বিষয়ে বাৎসরিক একটি হিসাব রাখার তাগিদ প্রদান করেন। খামারীরা ভালোভাবে পশু পালন করলে নিজের ও দেশের উন্নয়নের অংশীদার হওয়া যাবে।