আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কালুখালীতে রাজবাড়ী-২ আসনে আওয়ামীলীগ মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এর পক্ষে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (২৫ ডিসেম্বর) বিকালে উপজেলার রতনদিয়া ইউপির ৫নং ওয়ার্ড সেন্টার কমিটির আয়োজনে স্টেশন সংলগ্ন আয়না আদর্শ একাডেমি চত্বরে অনুষ্ঠিত এ নির্বাচনী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলীউজ্জামান চৌধুরী টিটো।
তিনি তার বক্তব্যে বলেন, এই নির্বাচন একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। বিগত দিনের মত উন্নয়নের ধারা, শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম কে আবারও সংসদ সদস্য নির্বাচিত করতে হবে। নির্বাচনের আগ পর্যন্ত বাড়ী বাড়ী গিয়ে নৌকা মার্কায় ভোট চাইবেন এবং আগামী ৭ জানুয়ারী আপনারা সবাই কেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় ভোট দিবেন।
এ সময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন মোল্লা, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্মল কুমার সাহা, আওয়ামীলীগ নেতা তনয় চক্রবর্তী শম্ভু এছাড়াও ৫ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ হাফিজুর রহমান তছির মোল্লার সঞ্চালনায় ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি উরমান মন্ডলের সভাপতিত্বে উপজেলা যুবলীগের আহবায়ক মনিরুজ্জামান চৌধুরী মবি, যুগ্ম আহবায়ক সোহেল আলী মোল্লা, স্বেচ্ছাসেবকলীগ নেতা সুমন মাহমুদ, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি রেহেনা পারভীন, সাধারণ সম্পাদক ফাতেমা পারভীন, যুব মহিলালীগের সভাপতি সাবিনা ইয়াসমিন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাগর মন্ডল ও বাপ্পারাজ সহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।