রাজবাড়ী জেলাধীন কালুখালীতে বল্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় ও বনভোজন অনুষ্ঠিত। স্কুল কর্তৃপক্ষের আয়োজনে
রবিবার ৩ডিসেম্বর বেলা ১২টার দিকে গ্রামের কাজীদের আম্র কাননে অনুষ্ঠিত এ বনভোজন ও বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার( ভারপ্রাপ্ত) অঞ্জলি রানী প্রামানিক, বিশেষ অতিথি হিসেবে সহকারী শিক্ষা অফিসার সুপ্রিয়া রানী বিশ্বাস, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মুর্শিদুর রহমান বুলু মাস্টার, বিদ্যালয়ের সভাপতি মোঃ আজম খান সহ-সভাপতি মোঃ আব্দুর রশিদ মোল্লা, প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান কামাল, এছাড়াও অন্যান্য শিক্ষকের মধ্যে আরিফা সুলতানা, রমেশ চন্দ্র বিশ্বাস, সামসুন্নাহার, মাহফুজা খাতুন, রোকাইয়া খাতুন ও ইউপি সদস্য মোঃ হিরো সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি অঞ্জলি রানী প্রামানিক সংক্ষিপ্ত এক আলোচনায় উপস্থিত শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি মনোযোগী হওয়াসহ মাদক নিসার জগত থেকে বিরত থাকতে বলেন বিশেষ করে তিনি আরও বলেন জীবন গঠনে পড়ালেখার কোনো বিকল্প নেই।