Newsun24

Most Popular Newsportal

রাজবাড়ী

পাংশা হাইওয়ে থানার উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

রাজবাড়ীর কালুখালীতে পাংশা হাইওয়ে থানার উদ্যোগে ওপেন হাউজ ডে ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ নভেম্বর) বেলা ১২ টায় পাংশা হাইওয়ে থানার সম্মেলন কক্ষে অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) একেএম হাসানুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারীপুর রিজিয়ন ফরিদপুর এর অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন। অনুষ্ঠানে সার্জেন্ট মাহমুদুন্নবী এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে মদাপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মজনু, গান্ধিমারা বাজার বনিক সমিতির সভাপতি সাইদুর রহমান, কালুখালী প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক, ব্যবসায়ী আঃ লতিফ, ইজিবাইক চালক আক্কাস খান, বাচ্চু বিশ্বাস ও মোঃ বাবু সহ অন্যান্যরা।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন বলেন, মহাসড়কে থ্রিহুইলার চলাচল নিষিদ্ধ। আপনারা যারা ইজিবাইক চালান তারা বাইপাস সড়ক ব্যবহার করবেন। মহাসড়কে যে কোনো দূর্ঘটনা ঘটলে সাথে সাথে ৯৯৯ এ ফোন দিবেন অথবা হ্যালো এইচপি মোবাইল এ্যাপের মাধ্যমে যে কোনো সহযোগীতা নিতে পারেন।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!