“সুদমুক্ত সমাজ চাই এবং সুদের করাল গ্রাসে যেন একটি প্রাণও ঝড়ে না পড়ে” এই দাবীতে রাজবাড়ী বালিয়াকান্দি উপজেলার সোনাপুর বাজারে মানববন্ধন পালিত হয়েছে।
শনিবার (২৫ নভেম্বর) সকাল ১০ টায় সোনাপুর বাজার ব্যবসায়ী বৃন্দ ও এলাকাবাসীর যৌথ আয়োজনে সোনাপুর বাজার বণিক সমিতির আহ্বায়ক আব্দুল মান্নানের সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বালিয়াকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, সোনাপুর বাজার বণিক সমিতির সাবেক সভাপতি মোঃ আজিজ ইকবাল, বীর মুক্তিযোদ্ধা কাজী শফিকুল ইসলাম, বাজার ব্যাবসায়ী কাজী হাফিজুল হক গোলজার মিয়া, তুলন আহম্মেদ সহ অন্যান্য ব্যবসায়ী ও সাধারণ জনগন উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের সোনাপুর পেঁয়াজ বাজারের ইজারাদার অমল কুমার ঘোষ (৬৫) ঋণগ্রস্থ হয়ে সুদেকারবারীদের খপ্পরে পড়েন। টাকা পরিশোধ করার পরও তাকে তারা লাঞ্ছিত করে। ওই সুদেকারবারীদের অব্যাহত চাপ ও লাঞ্ছিত হয়ে আত্মহত্যা করেছে অমল কুমার ঘোষ। তার আত্মহত্যার সাথে জড়িতদের আইনের আওতায় আনতে হবে। সুদের করাল গ্রাসে যেন আর কোন প্রাণ না ঝড়ে।