সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই। দেশের চলমান উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হলে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে বাংলাদেশ আওয়ামীলীগকে ক্ষমতায় আনতে হবে। বিএনপি সরকারের আমলে কালুখালী-ভাটিয়াপাড়া ট্রেন বন্ধ হয়ে গিয়েছিলো। আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর পুনরায় এই ট্রেন চালু করা হয়েছে। দেশকে এগিয়ে নিতে হলে ছাত্র-যুবকদের দায়িত্ব নিতে হবে। যুবকদের জনগণের বন্ধু হিসেবে কাজ করতে হবে। আগামী নির্বাচনের জন্য যুব সমাজকে এখন থেকেই তৈরী হতে হবে। সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে নৌকা মার্কায় ভোট চাইতে হবে।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকাল ৩ টায় রতনদিয়া রজনীকান্ত সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের উদ্যোগে ছাত্র ও যুব সমাবেশে রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন।
সমাবেশে উপজেলা যুবলীগের আহবায়ক মনিরুজ্জামান চৌধুরী মবি এর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ সাগর মন্ডল এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা পরিষদ চেয়ারম্যান একেএম শফিকুল মোর্শেদ আরুজ, কালুখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও কালিকাপুর ইউপি চেয়ারম্যান আতিউর রহমান নবাব, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সদস্য আদনান সুমন, জেলা যুবলীগের সভাপতি শওকত হাসান, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জাকারিয়া মাসুদ রাজিব, জেলা ছাত্রলীগের সভাপতি শেখ শাহিন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সোহেল আলী মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ সোহেল রানা, স্বেচ্ছাসেবকলীগ নেতা মাহমুদ সুমন, উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ মোঃ রিপন।
অন্যান্যের মধ্যে জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান গোবিন্দ কুমার কুন্ডু, সদস্য ইউসুফ হোসেন, রতনদিয়া ইউপি চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা, মদাপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মজনু, মৃগী ইউপি চেয়ারম্যান এমএ মতিন, সাওরাইল ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম আলী, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক রাসেল আহমেদ এছাড়াও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক রাকিবুল ইসলাম লাবু, সদস্য জামির হোসেন জয়, ইউপি সদস্য হাফিজুর রহমান তছির, আঃ লতিফ ও সাবু সহ বিভিন্ন ইউনিয়নের যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।