Newsun24

Most Popular Newsportal

রাজবাড়ী

সবাই মিলে দেশটাকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাই- বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি

রাজবাড়ীর কালুখালীতে মৃগী ইউনিয়নে সরকারের মানবিক উপকারভোগীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) মৃগী বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে মৃগী ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম।

তিনি তার বক্তব্যে বলেন, সাধারণ মানুষের কথা একমাত্র জননেত্রী শেখ হাসিনা ভাবেন। একজন মানুষ যখান বৃদ্ধ হয়, আয় রোজগার করতে পারে না। তখন সে পরিবারের বোঝা হয়ে যায়। মা বোনদের স্বামী মারা গেলে তারা শ্বশুর-ভাসুরের সংসারে বোঝা হয়ে যায়। পরিবারে একটা প্রতিবন্ধী শিশু জন্মগ্রহণ করলে সেও পরিবারের বোঝা হয়ে যায়। তাই জননেত্রী শেখ হাসিনার এসকল মানুষের কথা চিন্তা করে প্রতি মাসে ভাতা প্রদান করেন। আগামী নির্বাচনে আওয়ামীলীগ আবার ক্ষমতায় আসলে আপনাদের ভাতার পরিমাণ বৃদ্ধি হবে। সকল ভাতাভোগী আপনারা সকল বিভেদ ভুলে গিয়ে দেশের স্বার্থে বাড়ী বাড়ী গিয়ে নৌকা মার্কায় ভোট চাইতে হবে। বাংলাদেশকে একটি উন্নত দেশে রুপান্তর করতে চাইলে আগামী নির্বাচনে আবারও নৌকায় ভোট দিয়ে বাংলাদেশ আওয়ামীলীগকে ক্ষমতায় আনতে হবে। আসুন সবাই মিলে দেশটাকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাই।

মৃগী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এম.এ মতিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান একেএম শফিকুল মোর্শেদ আরুজ, কালুখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো, পাংশা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সামছুল আলম, ইউপি সদস্য আঃ হাই প্রমূখ বক্তব্য রাখেন।

এছাড়াও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান গোবিন্দ কুমার কুন্ডু, জেলা পরিষদ সদস্য মোঃ ইউসুফ হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ডলি পারভীন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম খায়ের, রতনদিয়া ইউপি চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা, সাওরাইল ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম আলী, মৃগী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) আবুল হোসেন জোয়াদ্দার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাদশা, আলিউজ্জামান চৌধুরী আলম, উপজেলা যুব মহিলালীগের সভাপতি সাবিনা খাতুন, ইউপি সদস্য শরিফুল ইসলাম, মোঃ মোস্তফা কামাল, কালুখালী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাগর মন্ডল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!