রাজবাড়ী জেলাধীন কালুখালিতে উপজেলার ১ নং রতনদিয়া ইউনিয়ন পরিষদ কার্যক্রম পরিদর্শন করলেন নব যোগদান কৃত উপজেলা নির্বাহী অফিসার খান মোঃ আব্দুল্লা আল মামুন। গত ১৯ অক্টোবর বেলা ১২ টার দিকে তিনি এ পরিদর্শন কালে প্রথমে চেয়ারম্যানের কক্ষে ইউনিয়ন পরিষদের সকল সদস্যদের সাথে মতবিনিময় করেন।
তিনি পরিষদের চেয়ারম্যান সচিব এবং সদস্যদের সার্বিক পরিস্থিতি আইন-শৃঙ্খলা সহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন।
এ সময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদি হাসিনা পারভীন নিলুফা, ইউপি সচিব মোঃ ইউনুস হোসেন,প্যানেল চেয়ারম্যান ইউপি সদস্য মোঃ আঃ লতিফ মোল্লা, ইউপি মহিলা সদস্য ফরিদা পারভীন, রহিমা খাতুন, শুকুরুন্নেছা,পুরুষ সদস্য মোঃ হাফিজুর রহমান তছির মোল্লা, জাকির হোসেন হিরো, মোঃ মুক্তার হোসেন, এছাড়াও উদ্যোক্তা মোছাঃ রুমা খাতুন ও আশা পারভীন সহ গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় শেষে উপজেলা নির্বাহী অফিসার ইউনিয়ন পরিষদের বিভিন্ন স্থাপনা এবং জায়গা ঘুরে ঘুরে দেখেন এছাড়াও তিনি ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টার, গ্রাম আদালত হলরুম, পরিষদের বিভিন্ন খাতাপত্র, জন্ম নিবন্ধন বহি, হোল্ডিং নাম্বার ট্যাক্সের বিষয় ও ট্রেড লাইসেন্স সম্পর্কে বিস্তারিত জেনে সন্তোষ প্রকাশ করেন।