নিজস্ব প্রতিবেদক:
রাজবাড়ী জেলাধীন কালুখালীতে “সংগ্রাম-স্বাধীনতা, প্রেরণায় বঙ্গমাতা”- প্রতিপাদ্য বিষয় নিয়ে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯৩ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে অসহায় ও অসচ্ছল মহিলাদের মধ্যে সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর কালুখালী এর আয়োজনে ৮ আগস্ট সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ সজীব এর সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালুখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী (টিটো), সহকারী কমিশনার (ভূমি) মেহেরুন্নাহার, থানা অফিসার ইনচার্জ প্রাণবন্ধু চন্দ্র বিশ^াস, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ এনায়েত হোসেন, উপজেলা প্রকৌশলী মো. তৌহিদুল হক জোয়ার্দ্দার, মহিলা বিষয়ক কর্মকর্তা তুহিনা সুলতানা, মৎস্য কর্মকর্তা খোন্দকার আবু বকর সিদ্দিক সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনায় বক্তারা বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব শেখ মুজিবুর রহমান এর বিভিন্ন অনুপ্রেরণার কথা উল্লেখ করেন।
আলোচনা শেষে উপজেলার ৮ জন অসহায় ও অসচ্ছল মহিলাদের মাঝে সেলাই মেশিন ও ৮ জন মহিলাদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়।