নিজস্ব প্রতিবেদক:
বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও দৈনিক রাজবাড়ী কণ্ঠের প্রকাশক ইঞ্জিঃ মনিরুজ্জামান খান এর সাথে ঈদ পরবর্তী মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
ঈদের পরদিন কালুখালী উপজেলার চাঁদপুর বাসষ্ট্যান্ড সংলগ্ন তার নিজস্ব ফার্মের অফিস কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কালুখালী প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পাংশা প্রেসক্লাবের সভাপতি এসএম রাসেল কবির, দৈনিক রাজবাড়ী কণ্ঠের পাংশা প্রতিনিধি ও পাংশা স্পোটিং ক্লাবের সভাপতি মাসুদ রেজা শিশির, কালুখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম, পাংশা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ শামীম হোসেন, সাংবাদিক সৈয়দ মেহেদী হাসান, রতন মাহমুদ, সৈকত শতদল, শাহীন রেজা, আল আমিন, বালিয়াকান্দির ফারুক হোসেন, কালুখালী প্রেসক্লাবের সদস্য ইমরান হোসেন, শাকিল আদনান, হাসমত মোল্লা, কবির হোসেন, আদম আলী, রুবেল হোসেন সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় ইঞ্জিনিয়ার মনিরুজ্জা্মান সকলের উদ্দেশ্যে বলেন, আমি রাজবাড়ী জেলার সংবাদিকদের পাশে সব সময় আছি। আপনারা দেশের জন্য কাজ করেন। আপনার নিজ নিজ পেশাদারিত্ব ঠিক রেখে সামনে এগিয়ে যান।