রাজবাড়ী জেলাধীন কালুখালীতে র্যালী আলোচনা ও কেক কাটার মধ্যদিয়ে দৈনিক যায়যায় দিন প্রত্রিকার ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষ্যে ৮ জুন সকাল ১০টায় কালুখালী উপজেলা চত্ত্বর হতে শহরের বিভিন্ন এলাকায় একটি বর্নাঢ্য র্যালী বের করা হয়। র্যালী পরবর্তী উপজেলা পরিষদ এর হলরুমে
দৈনিক যায়যায় দিন প্রত্রিকার কালুখালী উপজেলা প্রতিনিধি মোঃ ফজলুল হক এর সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ সজীব,উপজেলা কৃষি অফিসার পূর্নিমা হালদার, উপজেলা মৎস্য কর্মকর্তা খোন্দকার আবুবকর সিদ্দিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম নাসিম আখতার,উপজেলা শিক্ষা অফিসার অঞ্জলি রাণী প্রামানিক, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ নাজমুল হাসান, উপজেলা সমবায় অফিসার মোঃ আঃ জব্বার, অন্যান্যের মধ্যে উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত কুমার দাস, ইউ,আর সি মোঃ রফিকুল আলম
এছাড়াও মাঝবাড়ী আলিম মাদ্রাসার অধক্ষ্য মাওঃ নুরুল ইসলাম, উপজেলা প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের পত্রিকার কালুখালী প্রতিনিধি মোঃ মোখলেছুর রহমান, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আমার সংবাদ এর কালুখালী প্রতিনিধি রাকিবুল ইসলাম ও সাংবাদিক শাকিল আদনান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।