নিজস্ব প্রতিবেদক:
“গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ্য প্রজন্মের দেশ গড়ি”- প্রতিপাদ্য বিষয় নিয়ে রাজবাড়ীর কালুখালীতে বিশ্বপরিবেশ দিবস ২০২৩ উদযাপিত হয়েছে।
সোমবার (৫ জুন) সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলা চত্ত¡রের আশপাশ রাস্তা পদক্ষিণ করে একই স্থানে এসে সমাপ্ত হয়।
র্যালী পরবর্তী কালুখালী উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ সজীব এর সভাপতিত্বে এ উপলক্ষ্যে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় উপজেলা সহাকারী কমিশার (ভূমি) মেহেরুন্নাহার, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সার্জেন্ট (অব.) আকামত আলী মন্ডল, উপজেলা প্রকৌশলী মোঃ তৌহিদুল হক জোয়ার্দ্দার, উপজেলা মৎস্য কর্মকর্তা আবু বকর সিদ্দীক সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে উপজেলা পরিষদ চত্ত¡রে বৃক্ষরোপন করা হয়।