রাজবাড়ীতে বেসরকারী ব্যাংক কর্মকর্তার ভাড়া বাসা থেকে মোটরসাইকেল চুরির অভিযোগ পাওয়া গেছে। এ ব্যপারে গত ২৩ মে মোটরসাইকেলটির মালিক তাপস কুমার রায় বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ঘটনার বিবরণে জানাযায়, মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার বাসুদেববপুর গ্রামের মৃত আনন্দ মোহন রায় এর পুত্র তাপস কুমার রায় দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক এর রাজবাড়ী শাখায় ফিল্ড অফিসার হিসেবে চাকুরী করেন। সেই সুবাদে তিনি রাজবাড়ী শহরের সজ্জনকান্দার ৬/৩ অমল সাহার বাসায় ভাড়া থাকেন।
গত ২২ মে রাত ১০ টার দিকে নিজ বাসার গেটের সামনে মোটরসাইকেলটি রেখে বাসায় ঢুকে খাওয়া দাওয়া শেষে গেটের সামনে এসে দেখেন মোটরসাইকেলটি চুরি হয়ে গিয়েছে। মোটরসাইকেলটির ইঞ্জিন নং- JBYWJG48726 , চেসিস নং- MD2A15AY5JWG92142, রেজিঃ নং- রাজবাড়ী-হ ১২-৪২০৮, কালার- কালো লাল, ব্র্যান্ড- বাজাজ, জ¦ালানী- পেট্রোল, আসন-০২, প্রস্তুতকারক দেশ- ভারত, সিসি-১১০।