নিজস্ব প্রতিবেদক:
রাজবাড়ী জেলাধীন কালুখালীতে গত ২ মে, ২০২৩ মঙ্গলবার উপজেলার বিভিন্ন এসএসসি/দাখিল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান ।
সরজমিনে কালুখালী দাখিল মাদরাসা কেন্দ্রে পরিদর্শন কালে এসম উপস্থিত ছিলেন কালুখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো , উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ সজীব, দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ নাজমুল হাসান, কেন্দ্র সচিব মাওলানা মোঃ লুৎফর রহমান, সহকারী কেন্দ্র সচিব, হল সুপার সহ থানা পুলিশ সদস্যগন।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক বোয়ালিয়া ইউনিয়নে অবস্থিত আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেন। এসময় তিনি আশ্রয়ন প্রকল্পে বসবাসরত বাসিন্দাদের সাথে কথা বলেন।