নিজস্ব প্রতিবেদক:
রাজবাড়ীর কালুখালীতে মাদকদ্রব্য, চোরা চালান, জঙ্গিবাদ, ট্রেনে পাথর নিক্ষেপ,ইঞ্জিন /ছাদে ভ্রমণ প্রতিরোধে জনসচেতনামূলক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
রাজবাড়ী রেলওয়ে থানার আয়োজনে ২ এপ্রিল বেলা ১ টায় কালুখালী ঐতিহ্যবাহী রেলওয়ে প্ল্যাটফর্ম চত্বরে এ বিট পুলিশিং সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন রাজবাড়ী রেলওয়ে থানা অফিসার ইন চার্জ সোমনাথ বসু।
তিনি তার বক্তব্যে জনসাধারণের উদ্দেশ্যে বলেন চলন্ত ট্রেনে ইচ্ছা বা অনিচ্ছায় কেউ পাথর নিক্ষেপ করবেন না। এতে বড় ধরনের ক্ষতি অর্থাৎ যখন হওয়ার আশঙ্কা বেশি তাই সকলকে চলন্ত ট্রেনে পাথর ছোঁড়া থেকে বিরত থাকতে বলেন। আইনের বিষয় বলেন একটা পাথর নিক্ষেপ করায় দুইটা কান্নার কারণ হতে পারে। বিশেষ করে বাচ্চাদের বিষয় বেশি সতর্কবার্তা প্রদান করে বলেন ইদানিং ছোট বাচ্চারা এই ধরনের অপরাধ করছে। পাথর নিক্ষেপ এর ব্যাপারে কারো ছার নেই আইনে তাকে শাস্তি পেতেই হবে।সর্বপরি তিনি এই ধরনের অপরাধ থেকে সকলকে বিরত থাকতে বলেন।
এ সময় কালুখালী স্টেশন মাস্টার মোঃ মেহেদী হাসান, কালুখালী প্রেসক্লাব এর সভাপতি মোঃ ফজলুল হক, এস,আই বিধান চন্দ্র মল্লিক ও এটি এস আই মামুনুল হক সহ স্হানীয় ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।