আমার জীবন আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ-এই প্রতিপাদ্য বিষয় নিয়ে রাজবাড়ী জেলাধীন কালুখালীতে জাতীয় বীমা দিবস ২০২৩ উদযাপনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে উপজেলা প্রশাসন কালুখালী এর আয়োজনে ঐ দিন সকাল ১১ টায় বিশাল একটি আনন্দ র্যালী বের হয়। র্যালীতে লিড কোম্পানি হিসেবে সন্ধানী লাইফ ইন্সুরেন্স লিঃ এর কর্মকর্তাগন সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ অংশ গ্রহন করে।র্যালি পরবর্তী উপজেলা পরিষদ এর হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ সজীব এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সন্ধানী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিঃ এর রাজবাড়ী জেলা শাখা কার্যালয় এর ডিপুটি জেনারেল ম্যানেজার মোঃ জামাল উদ্দিন শেখ, উপজেলা কৃষি অফিসার পূর্নীমা হালদার, উপজেলা নির্বাচন অফিসার মোঃ আজিজুল ইসলাম এছাড়াও সন্ধানী লাইফ ইন্সুইরেন্স এর কালুখালী শাখার এজিএম ফজলুল হক, অনুস্ঠানে বীমা দিবসের উপর কবিতা আবৃত্তি করেন সাথী পারভীন।
আলোচনায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বীমা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
আলোচনা শেষে সন্ধানী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিঃ এর প্রায় ৩০ জন গ্রাহক কে বীমা দাবীর চেক বিতরন করা হয়।