নিজস্ব প্রতিবেদক:
রাজবাড়ী জেলাধীন কালুখালীতে পুষ্টি, প্রজনন স্বাস্থ্য ও কৈশরকালীন স্বাস্থ্যসেবা বিষয়ে ছাত্র/ছাত্রীদের (৮ম-১০ম শ্রেণীর) অংশগ্রহণে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১৪ ফেব্রুয়ারী আইইএম ইউনিট, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের বাস্তবায়নে উপজেলার গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ে সকাল ১০ টা থেকে ০২টা পর্যন্ত এ সচেতনতামূলক কর্মশালায় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুতপা কর্মকার এর সেশন পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী পরিচালক আইইএম ইউনিট, পরিবার পরিকল্পনা অধিদপ্তর আইরিন আক্তার, এতে উপ-পরিচালক পরিবার পরিকল্পনা রাজবাড়ী আলিফ নূর এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে কালুখালী উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ সজীব, সহকারী পরিচালক পরিবার পরিকল্পনা রাজবাড়ী ইশতিয়াস ইউনুস, বিশেষ রিসোর্স পারসোন হিসেবে উপজেলা মাধ্যমিক কর্মকর্তা এসএম নাসিম আখতার, গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফরিদ শেখ, সিনিয়র সহকারী শিক্ষক মর্তুজা মাহমুদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
কর্মশালায় বয়ঃসন্ধিকালীন শারিরিক, মানসিক, মাসিক ব্যবস্থাপনা, প্রজনন স্বাস্থ্য, বাল্য বিবাহ এবং কৈশরকালীন পুষ্টি সম্পর্কে সচেতনতামূলক আলোচনা করা হয়।
অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের ৮ম-১০ম শ্রেণীর ৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এদেরকে উপকরণ হিসেবে কৈশরকালীন স্বাস্থ্য সেবা সম্পর্কে ২টি বই, ১টি উন্নতমানের স্কুল ব্যাগ ও ১টি ডায়রী ও কলম বিতরণ করা হয়। আলোচনা শেষে সকলের মাঝে কুইজ প্রতিযোগীতায় ০৩ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়।