রাজবাড়ীর কালুখালীতে উপজেলা প্রশাসনের আয়োজনে গভীর শ্রদ্ধাভরে যথাযোগ্য মর্যাদায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২২ উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে ঐ দিন সকাল ৯টায় উপজেলার চাঁদপুর বাসষ্ট্যান্ড মোড়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন প্রথমে বাংলাদেশ আওয়ামীলীগের পক্ষে রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এর পক্ষে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী (টিটো), উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও কালিকাপুর ইউপি চেয়ারম্যান আতিউর রহমান নবাব, সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম খায়ের সহ অন্যান্য নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বহী অফিসার শাহ্ মোঃ সজীব সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, থানা প্রশাসনের পক্ষে অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হাসান সহ অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ, মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সার্জেন্ট (অব.) আকামত আলী মন্ডল সহ অন্যান্য মুক্তিযোদ্ধাবৃন্দ, উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর, উপজেলা যুবলীগের পক্ষে আহবায়ক মনিরুজ্জামান চৌধুরী মবি, যুগ্ম আহবায়ক রাকিবুল ইসলাম লাবু ও সোহেল আলী মোল্লা সহ অন্যান্য যুবলীগের নেতৃবৃন্দ, উপজেলা ছাত্রলীগের পক্ষে সভাপতি শেখ মোঃ রিপন ও সাধারণ সম্পাদক সাগর মন্ডল সহ বিভিন্ন ইউনিয়নের ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ, রতনদিয়া ইউনিয়ন পরিষদের পক্ষে ইউপি চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভিন নিলুফা নেতৃত্বে অন্যান্যরা, কালুখালী মহিলা কলেজের পক্ষে অধ্যক্ষ মমতাজ বেগমের নেতৃত্বে অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রীবৃন্দ, রতনদিয়া রজনীকান্ত সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের পক্ষে প্রধান শিক্ষক মোঃ আয়ুব আলীর নেতৃত্বে অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন।
পরে রতনদিয়া রজনীকান্ত সরকারী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে প্যারেড কমান্ডার এসআই হাসানুজ্জামান এর নেতৃত্বে পুলিশ প্রশাসন ও আনসার বাহিনীর সদস্যবৃন্দ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের এক মনোজ্ঞ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ সজীব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী (টিটো) ও বিশেষ অতিথি হিসেবে কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাজমুল হাসান এক সঙ্গে কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন।
পরে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সংবর্ধনা অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম।
দিনব্যাপী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে ডিসপ্লে প্রদর্শন, সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্যে আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগীতা শেষে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও ধর্মীয় উপাসানলয়ে বিশেষ দোয়া ও প্রার্থনা করা হয়।