রাজবাড়ীর কালুখালী উপজেলাতে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষ্যে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল সহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান নানা কর্মসুচি গ্রহন করে।
বুধবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল যুদ্ধকালীন সময়ের কমান্ডার আবুল হোসেন সরদারের বোয়ালিয়া মোড়ের মাজারে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা জানান।
দুপুরে উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল শহীদ বুদ্ধিজীবি দিয়ানত আলীর মাজারে পুষ্পমাল্য দিয়ে গভীর শ্রদ্ধা জানান। পরে দোয়া ও আলোচনা সভা অনুষ্টিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ সজিব, উপজেলা প্রকৌশলী তৌহিদুল হক জোয়াদ্দার, মৃগী ইউপি চেয়ারম্যান এম.এ মতিন, বীর মুক্তিযোদ্ধা সার্জেন্ট (অব) আকামত আলী মন্ডল, বীরমুক্তিযোদ্ধা আঃ খালেক, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত ফকির, মৃগী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন জোয়াদ্দার প্রমুখ বক্তব্য রাখেন।