পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি।
রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ও যশাই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আজ ২ নভেম্বর (বুধবার) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
এ নির্বাচনে পাট্টা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে ১৫১০ ভোটের মধ্যে ৯১৫ ভোট কাউন্ট হয়। সদস্য পদে প্রতিদ্ব›দ্বীতা করছেন দুইজন প্রার্থী। কাউন্টকৃত ৯১৫ ভোটের মধ্যে ফুটবল প্রতীক নিয়ে ৬৮৫ ভোট পেয়ে বিজয় লাভ করেন মোছাঃ রাফেজা বেগম। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী প্রার্থী মোরগ প্রতীক নিয়ে আবুল কাশেম বিশ্বাস পেয়েছেন ২৩০ ভোট।
যশাই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে ১২৯৪ভোটের মধ্যে ১০১২ ভোট কাউন্ট হয়। প্রতিদ্ব›দ্বীতা করছেন তিনজন প্রার্থী । কাউন্টকৃত ৯১৫ ভোটের মধ্যে ফুটবল প্রতীক নিয়ে ৫৭০ ভোট পেয়ে বিজয় লাভ করেন আবুল কালাম আজাদ। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী প্রার্থী মোরগ প্রতীক নিয়ে মোঃ আব্দুল ওহাব প্রামানিক পেয়েছেন ৪৩৭ ভোট। তালা প্রতীক নিয়ে মোঃ রব্বান আলী পেয়েছেন ৫ ভোট। ভোট গ্রহণ শেষে অনুষ্ঠিত উপনির্বাচনের স্ব স্ব ওয়ার্ডের প্রিজাইডিং কর্মকর্তা এ ফলাফল ঘোষণা করেন।
এ নির্বাচন, অবাদ সুষ্ঠ ও নিরোপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলে জানান ভোট কেন্দ্র উপস্থিত ভোটাররা। সকাল থেকে দুই ভোট কেন্দ্রই ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।
নির্বাচনী এলাকায় শান্তিপূর্ন পরিবেশ ও সকল প্রকার শৃঙ্খলা বজায় রাখতে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাব, আনসার বাহিনীর সদস্যরা সজাক থাকতে দেখা গেছে। এ নির্বাচনকে কেন্দ্র করে কোন প্রকার অপৃতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি।
উল্লেখিত দুই ইউনিয়নের দুইটি ওয়ার্ডের সাধারণ সদস্য মৃত্যুবরণ করা হওয়ায় সদস্য পদ শূণ্য হয়ে হয়ে যায়। পদ দুইটি শূণ্য থাকায় দুইটি ওয়ার্ডে এ উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।