রাজবাড়ী জেলাধীন কালুখালিতে বোয়ালিয়া ইউপির কথা সাহিত্যিক শাহ্ সুফি মঙ্গল পাগলের ২য় তিরোধান দিবস পালনে গত রবিবার ৩০ অক্টোবর দুইদিন ব্যাপি পাগল মেলা সমাপ্ত হয়েছে। উপজেলার বোয়ালিয়া পশ্চিম পাড়া বট চত্তরে বোয়ালিয়া এলাকাবাসি ও মোঃ সাত্তার ব্যাপারীর সার্বিক তত্ত্বাবধানে এ মেলা প্রথম দিন উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আঃ করিম মোল্লা,
এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন মঙ্গল পাগলের পুত্র মোঃ জামাল পাগল,স্মৃতি চারন করেন কালুখালী প্রেসক্লাব এর সভাপতি মোঃ ফজলুল হক, তিনি তার বক্তব্য মঙ্গল পাগলের বিভিন্ন মিলতি কথা তুলে ধরেন।এবং বলেন তিনি একজন লালন অনুসারী সাদাবাটা মানুষ ছিলেন। জীবদ্দশায় তিনি বেশি সময় কালুখালী রেলওয়ে প্লাটফর্ম চত্তরে রনজুর চায়ের দোকানের সামনে মিলতি কথা ও লালনের গান গেয়ে মানুষকে মুগ্ধ করতেন। এছাড়াও তিনি লালনের সব ধরনের অনুস্ঠানে উপস্থিত হয়ে গান গাইতেন। শাই আমার কখন খেলে কোন খেলা,পাখি কখন যেন উড়ে যায়,।
অন্যান্যের মধ্যে বোয়ালিয়া ইউনিয়ন এর ৬ নং ওয়ার্ড সদস্য মোঃ আঃ মজিদ মন্ডল, সাবেক ইউপি সদস্য মোঃ আকবর হোসেন, মফিজুল হোসেন, নজরুল বাউল সহ বিভিন্ন এলাকার ভক্ত বৃন্দ ও লালন অনুসারী ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য দুই দিন ব্যাপী এ অনুস্ঠানে অনেক এলাকা থেকে আগত শিল্পী বৃন্দ বাউল গান পরিবেশন করেন।