স্টাফ রিপোর্টার:
রাজবাড়ীর কালুখালীতে উপজেলার ৩নং বোয়ালিয়া ইউপির বাংলাদেশ হাট বাস স্ট্যান্ড মোড়ে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আগামী ১২ নভেম্বর কেন্দ্র ঘোষিত ফরিদপুরে বিএনপির সমাবেশ সফল করার লক্ষ্যে কালুখালী উপজেলা বিএনপি সাবেক আহবায়ক ও জেলা বিএনপি সহ-সভাপতি লায়ন এ্যাডঃ আব্দুর রাজ্জাক খান এর নেতৃত্বে এ মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।বিএনপি নেতা মোঃ জিয়াউর রহমান জিরু,রাজবাড়ী জেলা সেচ্ছাসেবক দলের সহ- সভাপতি মোঃ শাহাদাত হোসেন সাইফুল, বোয়ালিয়া ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি মোঃ আব্দুর রহমান ভান্ডার, মৃগী ইউনিয়ন বিএনপি নেতা মোঃ জিল্লুর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ জিল্লুর রহমান, যুবদল নেতা মোঃ জাহাঙ্গীর হোসেন, মোঃ জিয়াউর রহমান জিয়া সহ অন্যান্য নেতা কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় লায়ন এ্যাডঃ আব্দুর রাজ্জাক খান তিনি বলেন সকলকে ঐক্যবদ্ধ ভাবে এক হয়ে রাজনৈতিক করার কথা বলেন। আগামী দিনে দলীয় বিভিন্ন আন্দোলন সংগ্রামে সকলকে অংশ গ্রহন করতে বলেন।তিনি আরও বলেন আগামী দিনে দলীয় কমিটি ও নির্বাচনে নেত্রী যাকে দায়িত্ব দিবেন সেটাই মেনে নিতে হবে।
সর্বপরি তিনি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমান এর সু- স্বাস্হ্য কামনা করে দলের জন্য সঠিক ভাবে কাজ করার মতামত ব্যাক্ত করেন।