নিজস্ব প্রতিবেদকঃ
রাজবাড়ী জেলাধীন কালুখালীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন কালুখালী এর আয়োজনে গত ১৯ অক্টোবর বুধবার সকাল ১১ টায় এ-উপলক্ষ্যে উপজেলা পরিষদ এর হলরুমে অনুস্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ সজীব। অনুষ্ঠানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান ভোক্তা সংরক্ষণ আইন ২০০৯ বিষয়ক পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপজেলা কৃষি অফিসার পূর্ণিমা রানী হালদার, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ সাইফুদ্দিন আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম নাসিম আখতার এছাড়াও রতনদিয়া বাজার বণিক সমিতি সভাপতি মোঃ ইমদাদুল হক দুদু, সাধারণ সম্পাদক রনজয় কুমার বসু ও প্রহ্লাদ পাল প্রমুখ বক্তব্য রাখেন।
সেমিনারে সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন নিরাপদ উপায়ে খাদ্য উৎপাদন করে সরবরাহ করতে হবে। বিশেষ করে কোন বিক্রেতা ভেজাল পণ্য যেমন মেয়াদ উত্তীর্ণ ঔষধ বা খাদ্য সামগ্রী কোনক্রমেই বিক্রয় করতে পারবেনা। এসময় তিনি স্কুলে নিরাপদ খাদ্য সম্পর্কে সেমিনার করার জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে পরামর্শ প্রদান করেন।