Newsun24

Most Popular Newsportal

রাজবাড়ী

চার ইউনিয়নের ভোটারদের সাথে চেয়ারম্যান প্রার্থী আরুজের নির্বাচনী আলোচনা

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি।

আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে রাজবাড়ী জেলা পরিষদ নির্বাচন। এ নির্বাচনকে সামনে রেখে দিনভর গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের সমর্থীত চেয়ারম্যান প্রার্থী পাংশা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও পাংশা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ এ.কে.এম শফিকুল মোরশেদ আরুজ। তারই অংশ হিসেবে বৃহস্পতিবার সারাদিন রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়ন ও জেলার বালিয়াকান্দি উপজেলার বালিয়াকান্দি, ইসলামপুর ও জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সাথে আলোচনা করেছেন।

এ সময় পাংশা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আব্দুল ওহাব মন্ডল, কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী (টিটো), বালিয়াকান্দি উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বালিয়াকান্দি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাধন হাকিম, পাংশা পৌরসভার সাবেক মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস প্রমূখ।

জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত হওয়ার পর ইতিমধ্যে জেলার সকল উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে যোগাযোগ করেছেন চেয়ারম্যান প্রার্থী এ.কে.এম শফিকুল মোরশেদ আরুজ।

যোগাযোগের সময় নির্বাচিত জনপ্রতিনিধিরা জানান, আমরা আওয়ামীলীগ দল করি, দলকে ভালোবাসি, দলের সভাপতি ও দেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপনাকে মনোনীত করেছেন। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ ভাবে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করানোর প্রতিশ্রতিব্যাক্ত করেন।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!