পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে রাজবাড়ী কালুখালীতে কোরআন খতম, মিলাদ মাহফিল ও মাদ্রাসার ছাত্রদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মোহনপুর বাজরে এ কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া-মাহফিল পরিচালনা করেন, হেফেজ মাওলানা আলাউদ্দিন।
জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সবেক সফল সভাপতি ও রাজবাড়ী জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপুর ব্যক্তিগত উদ্যোগে স্থানীয় ৩-৪টি মাদ্রাসার ছাত্রদের নিয়ে কোরআন খতম ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিল শেষে মাদ্রাসার ছাত্রদের মাঝে খাবার বিতরণ করা হয়।
দোয়া অনুষ্ঠানে শেখ সোহেল রানা টিপু বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আছেন বলেই দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে, তার নেতৃত্বেই দেশ এগিয়ে যাচ্ছে। জন্মদিনে আমি তার সুস্থতা ও দির্ঘায়ু কামনা করি।