কালুখালী প্রতিনিধি:
রাজবাড়ীর কালুখালীতে উপজেলা বাউল সাংস্কৃতিক ফোরাম (বিএসএফ) এর ০৫ (পাঁচ) জন সদস্য পদত্যাগপত্র প্রদান করেছেন।
গত সোমবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় কালুখালী উপজেলার রতনদিয়া বাজারে এ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে কমিটির প্যানেল চেয়ারম্যান মোঃ তোফাজ্জেল হোসেন, আইন বিষয়ক সম্পাদক রুস্তম বাউল, দপ্তর সম্পাদক জিন্না বাউল, সহ-দপ্তর সম্পাদক মোঃ ইউসুব বাউল, কার্য্যনির্বাহী সদস্য শ্রী বাসু রবি দাস স্বেচ্ছায় অব্যহতি প্রদান করেছেন।
তারা সবাই উপজেলা বাউল সাংস্কৃতিক ফোরাম এর সাংগঠনিক সম্পাদক মোঃ জামাল পাগল এর নিকট পদত্যাগপত্র জমা দিয়েছেন।
এ ব্যাপারে উপজেলা বাউল সাংস্কৃতিক ফোরাম এর সাংগঠনিক সম্পাদক মোঃ জামাল পাগল এর সাথে কথা হলে তিনি জানান, আমাদের কয়েকজন সদস্য পদত্যাগপত্র জমা দিয়েছেন। আমি সেগুলো গ্রহণ করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করার জন্য আমাদের কমিটির সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম বাউল এর নিকট জমা দিয়েছি। পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা তারা গ্রহণ করবেন।