রাজবাড়ীর ২ সাংসদ সহ জেলা ও উপজেলা আ.লীগের নেতৃবৃন্দদের সাথে নিয়ে চেয়ারম্যান প্রার্থীর আলোচনা
পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি।
আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে রাজবাড়ী জেলা পরিষদ নির্বাচন। এ নির্বাচনকে সামনে রেখে দিনভর গণসংযোগে ব্যস্ত সময় পার করছে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ সমর্থীত প্রার্থী পাংশা উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও পাংশা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ এ.কে.এম শফিকুল মোরশেদ আরুজ।
তারই অংশ হিসেবে গতকাল সোমবার বেলা সাড়ে ১২ টায় পাংশা, কালুখালী ও বালিয়াকান্দির ভোটারদের সাথে রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি’র বাস ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পাংশা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মাছপাড়া ইউনিয় পরিষদের চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম (বুড়ো) সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, রাজবাড়ী সরকারি কলেজের সাবেক ভিপি রেজাউল ইসলাম রেজা, রাজবাড়ী পৌর মেয়র আলঙ্গীর শেখ (তিতু) পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, বালিয়াকান্দি উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী (টিটো), পাংশা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আব্দুল ওহাব মন্ডল, পাংশা পৌর মেয়র ওয়াজেদ আলী মন্ডল প্রমূখ। এছাড়াও রাজবাড়ী জেলার বিভিন্ন উপজেলার আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও জেলার পাংশা, কালুখালী ও বালিয়অকান্দি উপজেলার নির্বাচিত জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় রাজবাড়ী জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামীলীগ সমর্থীত প্রার্থী এ.কে.এম শফিকুল মোরশেদ আরুজকে সবাই ঐক্যবদ্ধ হয়ে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করানোর প্রতিশ্রতিব্যাক্ত করেন।