নিজস্ব প্রতিবেদক:
রাজবাড়ীর কালুখালীতে মরহুম সুরত আলী খাঁন স্মৃতি হা-ডু-ডু টুর্নামেন্ট-২০২২ শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
তোফাদিয়া যুব সমাজ কর্তৃক আয়োজিত উপজেলার রতনদিয়া ইউনিয়নের তোফাদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে উদ্বোধনী খেলায় বোয়ালিয়া ভবানীপুর বনাম মৌরাট পেপুল বাড়ীয়া অংশগ্রহণ করে। এতে উভয়দল ০৭-০৭ পাট্টিতে ড্র করে।
সোমবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় এ হা-ডু-ডু খেলার শুভ উদ্বোধন কালুখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী (টিটো)। এসময় কালুখালী উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ সজিব, কালুখালী থানা অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হাসান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম খায়ের, জাকির হোসেন মোল্লা, আঃ করিম মোল্লা, নবাবপুর ইউপি চেয়ারম্যান মোঃ বাদশা আলমগীর, ক্রীড়া পরিচালনা কমিটির সভাপতি মোঃ লালচাঁদ আলী মোল্লা ও সাধারণ সম্পাদক মোঃ মোয়াজ্জেম হোসেন কেটু, ইউপি সদস্য হাফিজুর রহমান তসির মোল্লা ও মোঃ ইশান আলী মোল্লা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ মেম হোসেন।