Newsun24

Most Popular Newsportal

রাজনীতি

ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছি- উত্তম কুমার কুন্ডু

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি।

আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে রাজবাড়ী জেলা পরিষদ নির্বাচন। এ নির্বাচন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন ৩ নম্বর ওয়ার্ডের (পাংশা উপজেলা) সদস্য প্রার্থী উত্তম কুমার কুন্ডু।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বেলা আড়াই টার দিকে পাংশা পৌর শহরস্থ্য তার নিজ অফিস কক্ষে এ মতবিনিময় করেন তিনি।

সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে সদস্য পদপ্রার্থী উত্তম কুমার কুন্ডু বলেন, ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত জেলা পরিষদ সদস্য পদে অধিষ্টিত ছিলাম। জেলা পরিষদ নির্বাচনে আবারোও প্রার্থী অংশগ্রহণ করেছি। রাজবাড়ী ২ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম আমার নেতা এবং সুযোগ্য পুত্র তারুন্যের অহংকার আশিক মাহমুদ (মিতুল) এর আস্থাভাজন। বিগত দিনগুলো তাদের নির্দেশনায় পথ চলতে সর্বাত্বক চেষ্টা করেছি। নির্বাচনকে সামনে রেখে ভোটারদের সাথে প্রতিনিয়ত মতবিনিময় করে চলছি। ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছি। এ নির্বাচনে জয়ী হবেন বলে শতভাগ আশাবাদব্যক্ত করেছেন তিনি।

এ মতবিনিময় সভায় পাংশা প্রেসক্লাবের সভাপতি এস এম রাসেল কবির, সিনিয়র সাংবাদিক মাসুদ রেজা শিশির, পাংশা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আব্দুর রশিদ, সহ-সভাপতি শামীম হোসেন, সেলিম মাহমুদ, যুগ্ম সাধারন সম্পাদক রতন মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সৈকত শতদল, প্রচার সম্পাদক শাহিন রেজা, আপ্যায়ন সম্পাদক আলামিন হোসেন শাকির, সদস্য সৈয়দ মেহেদী হাসান ও সাংবাদিক মো. উজ্জ্বল আহম্মেদ প্রমূখ।

উত্তম কুমার কুন্ডু রাজবাড়ী জেলা পরিষদের সাবেক সদস্য। জেলার মধ্যে কয়েকবার শ্রেষ্ঠ করদাতা হয়েছেন। পাংশা রোটারী ক্লাবের সদস্য, উপজেলা শিল্পকলা একাডেমির সহসভাপতি। উপজেলা হিন্দু বৈদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি।

এছাড়াও পাংশা নাট্যালোক সহ বেশ কিছু প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে রয়েছে, ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনেও ব্যাপক পরিচিতি ও সুনাম অর্জন করেছেন তিনি।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!