রাজবাড়ী জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আ.লীগের প্রার্থী শফিকুল মোর্শেদ আরুজকে ফুলেল শুভেচ্ছা
মোঃ শামীম হোসেন :
রাজবাড়ী জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামীলীগের সমর্থীত প্রার্থী এ কে এম শফিকুল মোর্শেদ আরুজ এর পাংশায় আগমন উপলক্ষে পাংশা, কালুখালী ও বালিয়াকান্দি উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিরা ফুলেল জানান। মঙ্গলবার বিকালে পাংশা উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এ শুভেচ্ছা জানান তারা।
এ কে এম শফিকুল মোর্শেদ আরুজ জানান, তাকে রাজবাড়ী জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের সমর্থীত প্রার্থী হিসেবে নির্বাচিত করায় মানোনীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনা, রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম সহ জেলা আওয়ামীলীগ, উপজেলা আওয়ামীলীগ ও জেলায় নির্বাচিত সকল জনপ্রতিনিধিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।