রাকিব আল হাসান:
রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাবেক সফল সভাপতি জাকারিয়া মাসুদ রাজিব কে রাজবাড়ী জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদে দেখতে চান রাজবাড়ীবাসী সহ বাংলাদেশ আওয়ামীলীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এজন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন তারা। উপজেলা, পৌর, ইউনিয়ন, কলেজ ও ওয়ার্ড শাখা ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীদের নিজস্ব ফেসবুক একাউন্টে নিজ নিজ মতামত শেয়ার করছেন তারা।
তিনি রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী’র সুপরামর্শ ও দিক নির্দেশনা গ্রহণ করে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নিষ্ঠার সাথে বাংলাদেশ ছাত্রলীগের হয়ে নিরলসভাবে কাজ করেছেন।
তিনি ছোট বেলা থেকে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে জননেত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে রাজবাড়ী জেলার আনাচে কানাচে ছুটে বেড়িয়ে রাজবাড়ী জেলাতে জাতীয় সংসদ নির্বাচন, উপজেলা পরিষদ নির্বাচন, পৌরসভা নির্বাচন ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে কাজ করে আসছেন।
এছাড়াও তিনি বিশিষ্ট ব্যবসায়ী ও তারূণ্যের প্রতীক, বাংলাদেশ আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক উপ কমিটির সদস্য আশিক মাহমুদ মিতুল, জেলা আওয়ামীলীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কাজী রাকিবুল হোসেন শান্তনুর সাথে তরুণ প্রজন্মকে বাংলাদেশ ছাত্রলীগের পতাকাতলে সক্রীয় রাখতে তাদের পরামর্শ গ্রহণ করে দলীয় সকল কার্যক্রম করে এসেছেন।
ইতোপূর্বে তিনি রাজবাড়ী সরকারী কলেজ ছাত্রলীগ শাখার সাধারণ সম্পাদক হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন শেষে তার নেতৃত্বের ধারাবাহিকতায় তিনি বাংলাদেশ ছাত্রলীগের রাজবাড়ী জেলা শাখার সভাপতির দায়িত্ব পেয়ে নিরলসভাবে কাজ করে ভুয়সী প্রশংসা পেয়েছেন।
তিনি দায়িত্ব থাকাকালীন জেলার ৫ টি উপজেলা রাজবাড়ী সদর, গোয়ালন্দ, কালুখালী, পাংশা ও বালিয়াকান্দি, ২ টি পৌর গোয়ালন্দ ও পাংশা, কয়েকটি কলেজ, জেলার ৪২ টি ইউনিয়ন ও ওয়ার্ড শাখা ছাত্রলীগের কমিটি গঠন করেছেন এবং প্রত্যেকটি কমিটির কার্যক্রম পর্যবেক্ষণ করেছেন যাতে করে ছাত্রলীগের সদস্যরা কোনো ধরনের অনৈতিক কাজকর্ম না করেন এবং সকলের সুখে দুখে পাশে থাকার চেষ্টা করেছেন।
বাংলাদেশ ছাত্রলীগ রাজবাড়ী জেলা শাখার কমিটি বিলুপ্তি হয়েছে কিছুদিন আগে। বাংলাদেশ আওয়ামী যুবলীগ রাজবাড়ী জেলা শাখার কমিটি গঠন করার জন্য কেন্দ্র থেকে নোটিশ প্রদান করা হয়েছে।
জেলার সকল নেতাকর্মীরা জাকারিয়া মাসুদ রাজিব কে রাজবাড়ী জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদে দেখতে চেয়ে জোড় দাবি জানিয়ে আসছে।
এ ব্যাপারে জাকারিয়া মাসুদ রাজিব এর সাথে কথা হলে তিনি জানান, ছোট বেলা থেকে বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে রাজনীতি করে আসছি। তার সুবাদে বিভিন্ন সময় আমার উপর আস্থা রেখে বাংলাদেশ ছাত্রলীগের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দিয়েছিলেন। সেই দায়িত্ব আমি নিষ্ঠার সাথে পালন করেছি। মাননীয় প্রধানমন্ত্রীর রোজনৈতিক হাতকে শক্তিশালী করতে রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলীর সুপরামর্শে বিগত দিনের মত আগামীতেও কাজ করে যাবো। সামনে রাজবাড়ী জেলা যুবলীগের কমিটি গঠিত হবে। সিনির নেতৃবৃন্দের প্রতি আমার আস্থা আছে। আশা করি আমাকে উক্ত কমিটিতে আমাকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দিবেন। দায়িত্ব পেলে বিগত দিনের মত কাজ করে যাবো ইনশাআল্লাহ।