রাকিব আল হাসান:
২০০৫ সালের ১৭ই আগস্ট সারা দেশের ৬৩ টি জেলার একযোগে সিরিজ বোমা হামলার প্রতিবাদে কালুখালী উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ ই আগস্ট) বিকেলে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় হতে বিক্ষোভ মিছিলটি বের হয়ে। পরে উপজেলা শহরের আশপাশ রাস্তা পদক্ষিণ করে একই স্থানে এসে সমাপ্ত হয়।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত এক পথসভায় বক্তারা বিএনপি-জামায়ত সরকারের আমলে ২০০৫ সালের ১৭ই আগস্ট সিরিজ বোমা হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।
বিক্ষোভ মিছিলে কালুখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী (টিটো), উপজেলা আওয়ামীলীগের সভপতি ও কালিকাপুর ইউপি চেয়ারম্যান আতিউর রহমান নবাব, সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম খায়ের, সাংগঠনিক সম্পাদক ও মৃগী ইউপি চেয়ারম্যান এমএ মতিন, সাওরাইল ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম আলী, মদাপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মজনু, রতনদিয়া ইউপি চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা, আওয়ামীলীগ নেতা জাকির হোসেন মোল্লা, আঃ করিম মোল্লা, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সোহেল আলী মোল্লা, যুবলীগ নেতা জামির হোসেন জয়, শেখ মোঃ ফারুক, সেলিম উর রেজা, উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ মোঃ রিপন, সাধারণ সম্পাদক সাগর মন্ডল সহ বিভিন্ন ইউনিয়নের আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।