রাজবাড়ীর কালুখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তার বাড়ী রতনদিয়া ইউনিয়নের বহরের কালুখালী গ্রামে। নিহতরা হলেন মর্জিনা বেগম (৩৫) ও তার একমাত্র কন্যা চাঁদনি (০৫ মাস)। তার স্বামীর নাম হোসেন বিশ^াস।
ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার বিকাল ৫ টার দিকে বৃষ্টির সময় বাহির থেকে ঘরে ঢুকলে টিনের সাথে লেগে থাকা বৈদ্যুতিক তারের মাধ্যমে শর্ট সার্কিটে বিদ্যুতায়িত হয়। পাশের ঘরে তার অপর দুই ছেলে এসে দেখতে পেয়ে কান্নাকাটি শুরু করে। পরে পাশর্^বর্তী প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে।
সংবাদ পেয়ে কালুখালী থানা পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিহত মর্জিনা বেগমের লাশ থানায় নিয়ে আসে।
এ ব্যপারে কালুখালী থানার অফিসার ইনচার্জ নাজমুল হাসান জানান, নিহতের বড় ভাই মোয়াজ্জেম আলী খান বিনা ময়নাতদন্তের জন্য আবেদনের প্রেক্ষিতে বিদ্যুৎস্পৃষ্টের ডাক্তারি রিপোর্ট পেলে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়।