রাজবাড়ী জেলাধীন কালুখালীতে উৎসবমূখর পরিবেশে প্রাথমিক শিক্ষক সমিতি কালুখালী উপজেলা শাখার নির্বাচন-২০২২ ইং অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে খাগজানা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মুর্শিদুর রহমান (বুলু) এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আখরজানী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জাহিদুজ্জামান গন নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত রতনদিয়া সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ২টি পদের বিপরীতে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করেন। নির্বাচনে মোট ৪৩৬ জন ভোটের মধ্যে ৪০৩ টি বৈধ ভোট পড়ে। এতে সভাপতি পদে মোঃ মুর্শিদুর রহমান (বুলু) ১১৯ ভোট প্রাপ্ত হন এবং তার নিকটতম প্রতিদ্বন্দী মোঃ হাবিবুর রহমান ১১৭ ভোট প্রাপ্ত হন। সাধারণ সম্পাদক পদে মোঃ জাহিদুজ্জামান গগন ২২৮ ভোট প্রাপ্ত হন তার নিকটতম প্রতিদ্বন্দী মোঃ জাহাঙ্গীর হোসেন ১৩৭ ভোট প্রাপ্ত হন।
নির্বাচন চলাকালীন সময়ে ভোটগ্রহণ কেন্দ্র পরিদর্শন করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ আবুল কাশেম, সহ-সভাপতি হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম মজুমদার, কৃষি বিষয়ক সম্পাদক সাজেদুল হক বাবুল, সদস্য মোঃ সাহাবুদ্দিন আহম্মেদ সহ অন্যান্যরা।
ভোট গ্রহণ ও গণনা শেষে প্রার্থীদের এজেন্ট ও সমর্থকদের উপস্থিতিতে ফলাফল ঘোষণা করেন নির্বাচন প্রিজাইডিং অফিসার প্রাথমিক শিক্ষক সমিতির গোয়ালন্দ উপজেলা শাখার সভাপতি মোঃ বাবর আলী। এসময় সহ প্রিজাইডিং অফিসার মাহফুজুর রহমান মিলন, সাবেক সভাপতি মোঃ আমজাদ হোসেন, এসআই ফারুক হোসেন ও মোঃ আব্দুর রহমান সহ নির্বাচনী প্রতিদ্বন্দী প্রার্থীরা উপস্থিত ছিলেন।