Newsun24

Most Popular Newsportal

রাজবাড়ী

কালুখালীর চাঁদপুরে ত্রিমূখী সংঘর্ষে ৬ জন নিহত

রাজবাড়ীর কালুখালী উপজেলায় ট্রাকের নিচে চাপা পরে ইজিবাইক চালকসহ ৬ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরো ২ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
বুধবার সকালে কালুখালীর চাঁদপুর ফায়ার সার্ভিসের সামনে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন,ইজিবাইক চালক নাসির উদ্দিন,যাত্রী রাবেয়া বেগম,রাবেয়ার শিশুকণ্যা কুলসুম, মজিরন বেগম ,মর্জিনা খাতুন ও মর্জিনার শিশুপুত্র নয়ন।   এরা সবাই পাংশা উপজেলার পুইজোর এলাকার মুচিদহবনগ্রামের  বাসিন্দা।
নিহতদের পারিবারিক সুত্র জানায়,নিহত  রাবেয়ার স্বামী ইসলাম রাজবাড়ী জেলহাজতে আটক আছে। মামলার তারিখ থাকায় পরিবারের লোকজন তাকে দেখতে যাচ্ছিল। পথিমধ্যে কালুখালীর চাঁদপুর ফায়ার সার্ভিসের সামনে পৌছালে বিপরীত দিক  থেকে আসা ট্রাক (ঢাকা মেট্রা ট ১৫-১৭৭৬) ইজিবাইককে চাপা দেয়। এসময় ঘটনাস্থলে ইজিবাইক চালক নাসির উদ্দিন,যাত্রী রাবেয়া বেগম,রাবেয়ার কন্যা শিশু কুলসুম নিহত হয়।গুরুতর আহত হয় মজিরন বেগম ,মর্জিনা খাতুন ও মর্জিনার শিশুপুত্র নয়ন।তাদেরকে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাঃ মৃত ঘোষনা করে।
দূর্ঘটনাস্থলে ট্রাকটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ঢাকাগামী প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ ২৯-৮১৩৯) ট্রাকের ধাক্কায় সামনের অংশ ভেঙ্গে যায়।
কালুখালী ফায়ার সার্ভিস দল,হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয় জনতা নিহতদের উদ্ধার করে।
 প্রানে বেঁচে যাওয়া ইজিবাইকযাত্রী শাহিন আহমেদ জানায়,সে সহ সকল যাত্রী রাজবাড়ী কোর্টে যাচ্ছিল। ঘাতক ট্রাকের বেপরোয়া গতি দেখে সে দূর্ঘটনার পূর্ব মূহুর্তে লাফ দিয়ে নিজেকে রক্ষা করে।
কালুখালী ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মিলন হোসেন জানায়, সকাল সাড়ে ১০ টায় এই দূর্ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে আমরা ৩ জনের লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশের নিকট হস্তান্তর করি। এসংবাদে কালুখালী থানা পুলিশ ও হাইওয়ে থানার পুলিশ ঘটনা স্হলে এসে পরিস্হিতি নিয়ন্ত্রণ করে। পরে  আরো ৩ জন  হাসপাতালে মারা যায়।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!