‘মুজিব বর্ষের অঙ্গীকার, রক্ষা করব ভোটাধিকার’- প্রতিপাদ্য বিষয় নিয়ে রাজবাড়ীর কালুখালীতে ৪র্থ জাতীয় ভোটার দিবস উদযাপিত হয়েছে।
কালুখালী উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে বুধবার (০২ মার্চ) বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন ঘোষণা করেন রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী (টিটো), উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সার্জেন্ট (অব) আকামত আলী মন্ডল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ ডলি পারভীন, উপজেলা নির্বাচন অফিসার মোঃ আজিজুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ জিল্লুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাসিম আখতার, উপজেলা শিক্ষা অফিসার আব্দুর রশিদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পরে কালুখালী উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে নতুন ভোটারদের মাঝে নতুন ভোটার আইডি কার্ড বিতরণ করা হয় এছাড়াও উপজেলা নির্বাচন অফিসে দিনব্যাপী জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম চলমান রয়েছে।