রাজবাড়ীর কালুখালী উপজেলার ২নং কালিকাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তপন কুমার দত্ত পরলোক গমন করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৬৬ বছর।
পারিবারিক সূত্রে ছোট ভাই বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির কালুখালী উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক অজয় কুমার দত্ত জানায়, তিনি শনিবার দিবাগত রাত ১২ টার দিকে ঢাকার ডেলটা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ^াস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন দুরারোগ্য ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন।
তার মৃত্যু সংবাদে তার দীর্ঘ দিনের রাজনৈতিক সহযোদ্ধা ও শুভাকাঙ্খীরা শেষ বারের মত দেখতে নিজ বাড়ীতে ভিড় জমায়।
পরে মালিয়াট নিজ বাসভবনে লাশ নিয়ে আসা হয় এবং মালিয়াট সার্ব্বজনীন মহাশ্মসানের রবিবার দুপুর ১২ টার দিকে দাহকার্য সম্পন্ন করা হয়। মৃত তপন কুমার দত্ত তার অগোচরে চার ভাই, দুই বোন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।