শাকিল আদনান, নিউসান টয়েন্টিফোর ডট কম:
রাজবাড়ীর কালুখালীতে মাজবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের আঞ্চলিক কার্যালয় উদ্বোধন করেছেন রাজবাড়ী জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ঢাকা বিশ^বিদ্যালয় ছাত্রলীগের সভাপতি শেখ সোহেল রানা টিপু।
সোমবার বিকেলে মোহনপুর বাসষ্ট্যান্ড সংলগ্ন এ অফিস উদ্বোধনকালে তিনি বলেন, বাংলাদেশ আওয়ামীলীগ সব সময় মানুষের কল্যাণে কাজ করে। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ বিজয় অর্জন হ হলেও ১০ জানুয়ারী ১৯৭২ বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন করে স্বাধীনতা পূর্ণতা লাভ করে। তার স্বপ্নের সোনার বাংলা গড়তে তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড ও সাধারণ মানুষের মাঝে আওয়ামীলীগকে শক্তিশালী করতে আজকে এই অফিস উদ্বোধন করা হলো।
অনুষ্ঠানে মাজবাড়ী ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হারুণ মিয়ার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ এনায়েত হোসেন, পাংশা উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি এসএম মহসিন আলী, মোহনপুর বাজার বণিক সমিতির সভাপতি মোঃ শহিদুল ইসলাম মিয়া, বাদল চক্রবর্তী, ব্যবসায়ী রাকিবুজ্জামান খান, ইউপি সদস্য এসএম মোস্তফা কামাল ও মোঃ বাচ্চু মন্ডল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।