রাকিব আল হাসান, নিউসান টয়েন্টিফোর ডট কমঃ
রাজবাড়ীর কালুখালীতে উপজেলা প্রশাসনের আয়োজনে গভীর শ্রদ্ধাভরে যথাযোগ্য মর্যাদায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২১ উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে ঐ দিন সকাল ৯টায় উপজেলার চাঁদপুর বাসষ্ট্যান্ড মোড়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ ইসমাইল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ এনায়েত হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ ডলি পারভীন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আজিজুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা তিলোক কুমার ঘোষ সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, থানা প্রশাসনের পক্ষে অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হাসান সহ অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ, মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সার্জেন্ট (অব.) আকামত আলী মন্ডল ও ডেপুটি কমান্ডার মোঃ আব্দুল খালেক মাস্টার সহ অন্যান্য মুক্তিযোদ্ধাবৃন্দ।
উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর, কালুখালী প্রেসক্লাবের পক্ষে সভাপতি ফজলুল হক, সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান ও সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ, কালুখালী সরকারী কলেজের পক্ষে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ আবুল হাসান এর নেতৃত্বে অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ, কালুখালী মহিলা কলেজের পক্ষে অধ্যক্ষ মমতাজ বেগমের নেতৃত্বে অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রীবৃন্দ, রতনদিয়া রজনীকান্ত সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের পক্ষে প্রধান শিক্ষক মোঃ আয়ুব আলীর নেতৃত্বে অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো।
পরে রতনদিয়া রজনীকান্ত সরকারী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা উড়ান উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ ইসমাইল হোসেন, অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হাসান ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সার্জেন্ট আকামত আলী মন্ডল। পরে তারা বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্য, আনসার ও ভিডিপি বাহিনীর সদস্য ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মার্চপাষ্ট সালামী গ্রহণ করেন। এরপর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ডিসপ্লে প্রদর্শন করে এবং ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। পরে বিকাল ৩টায় উপজেলা নির্বাচন অফিসার মোঃ আজিজুল ইসলাম ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তুহিনা সুলতানার সঞ্চালনায় বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারবর্গের সংবর্ধনা শেষে ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
একই স্থানে বিকাল ৪ টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সারা দেশের ন্যায় একযোগে শপথ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ ইসমাইল হোসেন সহ সকল সরকারী কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী সহ সাধারণ মানুষ অংশগ্রহণ করে। সন্ধ্যায় উপজেলা শিল্পকলা একাডেমীর শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।