শাকিল আদনান, নিউসান টয়েন্টিফোর ডটকম:
রাজবাড়ীর কালুখালী উপজেলার ৬নং মৃগী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের প্রার্থী এম.এ মতিন কে সমর্থন জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন স্বতন্ত্র দুই চেয়ারম্যান প্রার্থী।
বুধবার (২৪ নভেম্বর) সকাল ১১টায় ইউনিয়নের মৃগী বাজারে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যানপ্রার্থী এম.এ মতিন এর অফিসে সংবাদ সম্মেলনে নিজেদের প্রার্থীতা প্রত্যাহার এবং নৌকার প্রার্থী এম.এ মতিন কে সমর্থন জানিয়ে বক্তব্য দেন অটোরিক্সা প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ রফিকুল ইসলাম বাদশা এবং আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোছাঃ হামিদা বেগম।
এসময় উপস্থিত ছিলেন মৃগী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মোঃ আবুল হোসেন জোয়াদ্দার, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) সামছুর রহমান খান, উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ডা. আবুল কালাম আজাদ, মোশারফ হোসেন, মহাসিন বিশ্বাস, মাকসিম বিশ্বাস ও সোহেল রানা সহ অন্যান্য নেতাকর্মীবৃন্দরা।