কালুখালী প্রতিনিধি:
রাজবাড়ীর কালুখালী উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে। তারই ধারাবাহিকতায় উপজেলার ৩নং বোয়ালিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদে দ্বিতীয় বারের মত মনোনয়ন ফরম উপজেলা কৃষি অফিসার ও রিটার্নিং অফিসার তিলোক কুমার ঘোষ এর নিকট জমা দিয়েছেন বর্তমান চেয়ারম্যান মোছাঃ হালিমা বেগম।
সোমবার বিকেলে তার প্রস্তাবকারী ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ফিরোজ আহম্মেদ ফরিদ ও সমর্থনকারী উপজেলা আওয়ামীলীগের সদস্য আঃ লতিফ মিয়া কে সাথে নিয়ে তিনি এ মনোনয়ন ফরম জমা দেন। এসময় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ লুৎফর রহমান মোল্লা, সাধারণ সম্পাদক আঃ রশিদ, সিরাজুল ইসলাম ও মতিউর রহমান নিশান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
তিনি বোয়ালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় প্রার্থী। বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় মনোনয়ন নিয়ে বিপুল ভোটে নির্বাচিত হয়ে নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালন করেছেন।
এ ব্যপারে মনোনয়ন ফরম জমা শেষে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার উপর আস্থা রেখে দ্বিতীয় বারের মত দলীয় মনোনয়ন দেওয়ায় তার প্রতি এবং রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার ইউনিয়নের সকল ভোটারের প্রতি আস্থা রেখে বলতে চাই এবারও আমি নির্বাচিত হলে বর্তমান সরকারের উন্নয়নের ধারা ও শান্তি অব্যাহত রাখবো।