কালুখালী প্রতিনিধি:
রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে। তারই ধারাবাহিকতায় উপজেলার ৫নং মদাপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ আজিজুল ইসলাম এর নিকট জমা দিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এবিএম রোকনুজ্জামান।
মঙ্গলবার দুপুরে মনোনয়ন ফরম জমা প্রদানকালে ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, ডাঃ আমজাদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মোঃ রেজাউল করিম, শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুস সালাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
তিনি মনোনয়ন ফরম জমা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন, আমি মদাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন দিয়েছেন। সে সুবাদে আমি এই বঙ্গবন্ধুর নৌকা, শেখ হাসিনার নৌকা, বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি এর নৌকা মার্কা প্রতীকে নির্বাচনে সকলের নিকট দোয়া ও সমর্থন প্রার্থী। আমি আমার ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি সেই সাথে ইউনিয়নবাসী সকলের প্রতি আস্থা রেখে বিজয়ী হবো বলে আশা করি।