রাকিবুল ইসলাম:
৩য় ধাপে সারা দেশের ১০০৭ টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রকাশ করেছে ২৪ অক্টোবর।
মনোনয়ন তালিকায় দেখা গেছে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার ৭টি ইউনিয়নের মধ্যে রতনদিয়া ইউপিতে মেহেদী হাচিনা পারভীন নিলুফা, কালিকাপুর ইউপিতে মোঃ আতিউর রহমান নবাব, বোয়ালিয়া ইউপিতে মোছাঃ হালিমা বেগম, মদাপুর ইউপিতে এবিএম রোকনুজ্জামান, মাজবাড়ী ইউপিতে কাজী শরিফুল ইসলাম, মৃগী ইউপিতে এম.এ মতিন, সাওরাইল ইউপিতে শহিদুল ইসলাম আলী বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় প্রতীকে নির্বাচনের জন্য মনোনীত করা হয়েছে।
তাদের মধ্যে নতুন মুখ হিসেবে মদাপুর ইউপিতে এবিএম রোকনুজ্জামান ও মৃগী ইউপিতে এম.এ মতিন বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় প্রতীকে নির্বাচন করবেন। বাকিরা সবাই গতবারের বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় মনোনয়ন নিয়ে বিপুল ভোটে নির্বাচিত হয়ে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
নির্বাচনী তফসীল অনুযায়ী আগামী ২ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ, মনোনয়ন যাচাই বাছাই ৪ নভেম্বর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১১ নভেম্বর এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৮ নভেম্বর।