রাকিব আল হাসান, নিউসান টয়েন্টিফোর ডট কম:
আগামী ১৬ই অক্টোবর অনুষ্ঠিত হবে রাজবাড়ী জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন। সম্মেলনকে ঘিরে পুরো রাজবাড়ীতে বইছে সাজ সাজ রব। তৃণমূল নেতাকর্মীসহ ইউনিয়ন, উপজেলা, পৌর ও জেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা নিজ নিজ প্রার্থীর পক্ষে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
রাজবাড়ী জেলার প্রধান প্রধান সড়কে ছেয়ে গেছে পদ প্রত্যাশীদের ব্যানার আর ফেস্টুনে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেখা গেছে ব্যপক প্রচারণা।
পাংশা, কালুখালী, বালিয়াকান্দি উপজেলার আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে কথা বলে জানা গেছে, জেলা আওয়ামীলীগের বর্তমান সভাপতি রাজবাড়ী-২ আসনের বার বার নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম আবারও জেলা আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব পাচ্ছেন।
তারা বলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম জেলা আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব পাবার পর থেকে রাজবাড়ীকে আওয়ামীলীগের ঘাটি হিসেবে গড়ে তুলেছেন। দলীয় নেতাকর্মীদের সুসংগঠিত রাখতে সব সময় ইউনিট কমিটির নেতাকর্মীদের সাথে নিয়মিত যোগাযোগ রেখেছেন। বিশেষ করে করোনাকালীন সময়ে অসহায় দরিদ্র মানুষের জন্য ব্যক্তিগতভাবে ত্রান সামগ্রী বিতরণ করেছেন। নেতাকর্মীদের দ্বন্দের সমাধান করেছেন নিজে সামনে থেকে।
এ ব্যপারে কালুখালী উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ মোঃ রিপন বলেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সামনে থেকে নেতৃত্ব দিয়ে ব্যপক ভূমিকা পালন করেছেন। পরবর্তীতে পাংশা, কালুখালী ও বালিয়াকান্দিতে বাংলাদেশ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনকে সুসংগঠিত করেছেন। আশা করি বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনা এবারও তাকে সভাপতির দায়িত্ব দিবেন।
কালুখালী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ জাহিদুল ইসলাম সুমন বলেন, বিগত দিনে বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম যেভাবে সভাপতির দায়িত্ব পালন করেছেন তারই পুরষ্কার হিসেবে আবারও নেত্রী তাকে সভাপতির দায়িত্ব দিবেন।
কালুখালী উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সোহেল আলী মোল্লা বলেন, রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সম্পর্কে কেন্দ্রীয় নেতাকর্মীদের ধারনা আছেন। তারা জানেন কার হাতে দায়িত্ব দিলে জেলা আওয়ামীলীগ সুসংগঠিত থাকবে। আশা করি এবারও বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম জেলা আওয়ামীলীগের সভাপতি হবেন।
কালুখালী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য খায়রুল ইসলাম খায়ের বলেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম গণ মানুষের নেতা। তিনি প্রতিটি ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের সাথে সার্বক্ষনিক যোগাযোগ রাখেন। তার দক্ষতা ও নেতৃত্বের গুণাবলীতে আস্থা রেখে জননেত্রী শেখ হাসিনা এবারও সভাপতি হিসেবে তাকেই বেছে নিবেন বলে আমি আশা করি।
কালুখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও কালিকাপুর ইউপি চেয়ারম্যান আতিউর রহমান নবাব বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ডাকে সারা দিয়ে বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম সেদিন দেশের জন্য যুদ্ধ করেছিলেন। তিনি বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করেন। ৭৫ পরবর্তী সময়ে বাংলাদেশ আওয়ামীলীগ কে সুসংগঠিত করে জেলা আওয়ামীলীগকে আজকের যায়গায় নিয়ে এসেছেন। আগামী ১৬ অক্টোবর জেলা আওয়ামীলীগের সম্মেলনে জননেত্রী শেখ হাসিনা তাকেই পুনরায় সভাপতির দায়িত্ব দিবেন বলে আমি বিশ্বাস করি।
উল্লেখ্য, আগামী ১৬ অক্টোবর জেলা শহরের শহীদ খুশি রেলওয়ে ময়দানে রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি, প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক এমপি, প্রেসিডিয়াম সদস্য লেঃ কর্ণেল (অব) ফারুক খান এমপি, প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষা মন্ত্রী ড. দিপু মনি, সাংগঠনিক সম্পাদক মীর্জা আজম এমপি, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, সদস্য সানজিদা খানম, আনোয়ার হোসেন, শাহাবুদ্দিন ফরাজী, সৈয়দ আব্দুল আউয়াল শামীম, ইকবাল হোসেন অপু এমপি প্রমূখ উপস্থিত থাকার কথা রয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বর্তমান জেলা আওয়ামীলীগের সভাপতি রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি।
সভাপতি প্রার্থী হিসেবে বর্তমান সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ¦ কাজী কেরামত আলী ও আকবর আলী মর্জি এবং সাধারণ সম্পাদক হিসেবে বর্তমান সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ সোহেল রানা (টিপু) জোর প্রচারণা চালাচ্ছেন।