রাজবাড়ীর কালুখালীতে মামলা দায়েরের ২ ঘন্টার মধ্যেই চোরাইকৃত অটোভ্যান সহ চোরকে গ্রেফতার করেছে কালুখালী থানা পুলিশ।
ঘটনার বিবরণে কালুখালী থানা অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হাসান জানান, মঙ্গলবার বিকেলে কালুখালী থানাধীন ভবানীপুর গ্রামের মোঃ আব্দুল আজিজ ব্যপারীর পুত্র মোঃ সেলিম ব্যপারীর অটোভ্যান চুরি হওয়ায় কালুখালী থানায় একটি মামলা দায়ের করে। মামলা দায়েরের দুই ঘন্টার মধ্যেই থানা পুলিশের সদস্যরা অভিযান চালিয়ে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাবুপাড়া গ্রামের আজগর বিশ^াস এর পুত্র খাইরুল ইসলাম (২৩) কে চুরিকৃত অটোভ্যান সহ গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়।
পরে বুধবার (৮ সেপ্টেম্বর) গ্রেফতারকৃত চোর কে রাজবাড়ী জেল হাজতে প্রেরণ করা হয়েছে।