॥কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি॥
পবিত্র আশুরা উপলক্ষ্যে রাজবাড়ীর কালুখালীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা বাউল সাংস্কৃতিক ফোরাম এর আয়োজনে রতনদিয়া বাজারের অত্র সংগঠনের কার্যালয়ে দুপুর ২টায় শোকস্মৃতি রোমন্থ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সভাপতি মোঃ নজরুল ইসলাম জোয়াদ্দার।
আলোচনায় তিনি, ১০ই মহররম সম্পর্কে বিশদ আলোচনান্তে কারবালার প্রান্তরে হযরত মুহাম্মদ (সা) এর দৌহিত্র সহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।
এসময় সংগঠনের সভাপতি শাহ আলম মিয়া এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাক কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জামাল শেখ, সহ-সাংগঠনিক সম্পাদক খোকন মন্ডল, নিমাই কুমার রাজবংশী, মন্টু মিয়া, জিন্না বাউল সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল শেষে সকলের মাঝে তোবারক বিতরণ করা হয়।