॥কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি॥
রাজবাড়ীর কালুখালীতে গভীর শ্রদ্ধায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
শোক দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ ও আওয়ামীলীগের সহযোগী সংগঠনগুলো নানা কর্মসূচীর মাধ্যমে দিনটি পালন করেছে।
সকাল ৯টায় উপজেলা শহরের চাঁদপুর বাসষ্ট্যান্ড মোড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন প্রথমে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এর পক্ষে, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, কালুখালী থানা, পাংশা হাইওয়ে থানা, উপজেলা আওয়ামীলীগ, উপজেলা যুবলীগ, উপজেলা ছাত্রলীগ, কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা নির্বাচন অফিস, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির কালুখালী সাব জোনাল অফিস, রতনদিয়া রজনীকান্ত সরকারী মডেল উচ্চ বিদ্যালয়, অগ্রণী ব্যাংক লিঃ কালুখালী শাখা, সোনালী ব্যাংক লিঃ কালুখালী শাখা, রতনদিয়া ইউনিয়ন আওয়ামীলীগ, বোয়ালিয়া ইউনিয়ন পরিষদ, কালুখালী মহিলা কলেজ, পল্লী সঞ্চয়ী ব্যাংক, রুপসা মেধা চয়ন একাডেমী সহ অন্যান্য সামাজিক ও রাজনৈতিক সংগঠন।
পরে সকাল ১০টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ ইসমাইল হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী (টিটো), উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল বাসার চৌধুরীর সঞ্চালণায় বিশেষ অতিথি হিসেবে অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ খোন্দকার মুহাম্মদ আবু জালাল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতিউর রহমান নবাব, সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম খায়ের, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সার্জেন্ট (অব) আকামত আলী মন্ডল, ডেপুটি কমান্ডার আঃ খালেক মাষ্টার, নির্বাচন অফিসার মোঃ আজিজুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ প্রদীপ কুমার সরকার, কৃষি অফিসার তিলক কুমার ঘোষ, উপজেলা প্রকৌশলী তৌহিদুল হক জোয়ার্দ্দার সহ অন্যান্যরা। আলোচনা শেষে বঙ্গবন্ধু তার স্বপরিবারের শাহাদৎ বরণকারী সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।